সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

হিন্দু কোর্ট ম্যারেজ কিভাবে করব কি কি লাগবে?

বিন্ন ভিন্ন ধর্মের জন্য কোর্ট মারেজ নিয়ম ভিন্ন না, সকল ধর্মের জন্য কোর্ট ম্যারেজ করার নিয়ম একই।

আমাদের পেজে বার বার একটা কথা বলে থাকি সেটা হল, কোর্ট ম্যারেজ বিবাহের চুক্তি পত্র। বলতে পারেন বিবাহের জন্য চুক্তি বদ্ধ হওয়াকে কোর্ট ম্যারেজ বলে। তবে ধর্ম মতে বিবাহের পাশাপাশি কোর্ট ম্যারেজ করলে কোর্ট ম্যারেজ এর কাগজপত্র অতিরিক্ত সাপোর্ট হিসাবে কাজ করে। বিস্তারিত জানতে ক্লিক করেন কোর্ট ম্যারেজ

হিন্দু কোর্ট ম্যারেজ সার্টিফিকেট

হিন্দু কোর্ট ম্যারেজ সার্টিফিকেট
হিন্দু কোর্ট ম্যারেজ সার্টিফিকেট / হিন্দু কোর্ট ম্যারেজের নমুনা কপি ফরম।


ধর্ম মতে কিভাবে বিবাহ করবেন, বিবাহ কিভাবে রেজিস্ট্রি করবেন, আপনার বিবাহ নিয়ে কেউ জেনো কোন প্রকার ঝামেলা না করতে পারে সকল বিষয়ে নিন্মে আলোচনা করা হল।

 হিন্দু বিবাহের মন্দির রশিদ


 

একটি উদাহরেনের মাধ্যমে বিষয়টি আলোচনা করা যাক...
মনে করেন আপনি একটা ছোট চারা গাছ লাগালেন এবং তাতে একটা কাঠি গেড়ে সুন্দর ভাবে বেধে দিলেন, তাহলে গাছটি অতিরিক্ত একটা সাপর্ট পেল এবং প্রাথমিক অবস্থায় গাছটিকে এই কাঠিটা যে কোন প্রতিকুল আবহাওয়া ঝড় বাতাস থেকে রক্ষা করবে, তেমনি...

যখন বিবাহ রেজিস্ট্রি সহ পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ, মালা বদল, সাত পাক, শাঁখা সিঁদুর ইত্যাদি কাজ সম্পন্ন করে  মন্দিরে বিবাহ করবেন। যাবতীয় প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করবেন এবং অতিরিক্ত সাপর্ট হিসাবে কোর্ট ম্যরেজ করবেন তখন আপনার এই বিবাহ প্রাথমিক অবস্থায় যে কোন ঝামেলা, মামলা ঝামলা থেকে রক্ষা করবে।  

অন্য দিকে যদি আপনি শুধু কোর্ট ম্যারেজ করেন তাহলে খালি জায়গায় একটা কাঠি লাগানোর মত অবস্থা হবে। কাঠি ঠিক থাকবে কিন্তু গাছটাই তো নেই!!

সূতারাং রেজিস্ট্রি করে কোর্ট ম্যরেজ কারাটা নিরপদ।

কোন প্রাপ্ত বয়স্ক ( ছেলে ২১, মেয়ে ১৮)  ছেলে মেয়ে বিয়ের ব্যাপারে যে কন সিদ্ধান্ত নিতে পারে, এটা তাদের আইনি অধিকার।

সূতারাং কোন প্রাপ্ত বয়স্ক ( ছেলে ২১, মেয়ে ১৮)  ছেলে মেয়ে যদি  বিবাহ রেজিস্ট্রি সহ পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ, মালা বদল, সাত পাক, শাঁখা সিঁদুর ইত্যাদি কাজ সম্পন্ন করে  মন্দিরে বিবাহ করে, তার পর কোর্ট ম্যারেজ করে, তাহলে এই বিবাহ ১০০% সর্বদা গ্রহন যোগ্য হয়।

এমন কি ৩য় কোন পক্ষ এ বিষয়ে মামলা ঝামলা করে কোন প্রকার ঝামেলা করতে পারে না, কারন এই বিবাহ সমাজ ধর্ম তথা রাষ্ট, আইন সব জায়গায় বৈধ।

হিন্দু কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে/ হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন  করতে কি কি  লাগে

১। চার জন প্রাপ্ত বয়স্ক সাক্ষি। (মুসলিমদের ক্ষেত্রে দুই জন)

২।

তিন কপি ছবি। (ছেলে মেয়ে উভয়ের)

৩। এন আই ডি/ এস এস সি, এইচ এস সি সনদ/ জন্ম সনদ। (ছেলে মেয়ে উভয়ের)

এ খাক্ষত্রে অবশ্যই প্রোয়োজনীয় কাগজ পত্রগুলা সংগ্রহ করতে হবে।


হিন্দু ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশ

হিন্দু ম্যারেজ সার্টিফিকেট

হিন্দু ম্যারেজ সার্টিফিকেট

















হিন্দু ম্যারেজ সার্টিফিকেট



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন