সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

কোর্ট ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশ

 কোর্ট ম্যারেজ সার্টিফিকেট সম্পর্কে জানার আগে বুঝুন কোর্ট ম্যারেজ কি?

কোর্ট ম্যারেজ বলতে আইনে কিছু নেই, যা আছে তা হল বিবাহের চুক্তি। 

নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই চুক্তি লেখা হয় এবং উক্ত চুক্তি পত্র একজন এডভোকেট দ্বারা চিহ্নিত করেত হয়। এর পর একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করে সরকারি সিল স্বাক্ষর দিতে হয়। 

অর্থাৎ কোর্ট ম্যারেজ সার্টিফিকেট বলতে আমরা  স্ট্যাম্পে লিখিত বিবাহের চুক্তি কে বুঝে থাকি। উক্ত চুক্তি পত্রে  নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বাক্ষর থাকে এবং একজন এডভোকেট দ্বারা চিহ্নিত করা হয়। 

ইহা পূর্ণাঙ্গ বিবাহ নয়, সূতরাং কোর্ট ম্যারেজের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রি করে নেবেন। আমাদের এখানে একই সময়ে কোর্ট ম্যারেজের পাশাপাশি কাজি রেজিস্ট্রি ব্যাবস্থা ব্যাবস্থা আছে। বিস্তারিত জানতে ক্লিক করেন কোর্ট ম্যারেজ

কোর্ট ম্যারেজ এর নমুনা কপি

কোর্ট ম্যারেজ সার্টিফিকেট
কোর্ট ম্যারেজ সার্টিফিকেট  বাংলাদেশ


কোর্ট ম্যারেজ সার্টিফিকেট
কোর্ট ম্যারেজ সার্টিফিকেট 2য় পেজ


Contract  Us
Phone     : 01515-615786
Mail       : focuse.unique60@gmail.com




হিন্দু কোর্ট ম্যারেজ কিভাবে করব কি কি লাগবে?

বিন্ন ভিন্ন ধর্মের জন্য কোর্ট মারেজ নিয়ম ভিন্ন না, সকল ধর্মের জন্য কোর্ট ম্যারেজ করার নিয়ম একই।

আমাদের পেজে বার বার একটা কথা বলে থাকি সেটা হল, কোর্ট ম্যারেজ বিবাহের চুক্তি পত্র। বলতে পারেন বিবাহের জন্য চুক্তি বদ্ধ হওয়াকে কোর্ট ম্যারেজ বলে। তবে ধর্ম মতে বিবাহের পাশাপাশি কোর্ট ম্যারেজ করলে কোর্ট ম্যারেজ এর কাগজপত্র অতিরিক্ত সাপোর্ট হিসাবে কাজ করে। বিস্তারিত জানতে ক্লিক করেন কোর্ট ম্যারেজ

হিন্দু কোর্ট ম্যারেজ সার্টিফিকেট

হিন্দু কোর্ট ম্যারেজ সার্টিফিকেট
হিন্দু কোর্ট ম্যারেজ সার্টিফিকেট / হিন্দু কোর্ট ম্যারেজের নমুনা কপি ফরম।


ধর্ম মতে কিভাবে বিবাহ করবেন, বিবাহ কিভাবে রেজিস্ট্রি করবেন, আপনার বিবাহ নিয়ে কেউ জেনো কোন প্রকার ঝামেলা না করতে পারে সকল বিষয়ে নিন্মে আলোচনা করা হল।

 হিন্দু বিবাহের মন্দির রশিদ


 

একটি উদাহরেনের মাধ্যমে বিষয়টি আলোচনা করা যাক...
মনে করেন আপনি একটা ছোট চারা গাছ লাগালেন এবং তাতে একটা কাঠি গেড়ে সুন্দর ভাবে বেধে দিলেন, তাহলে গাছটি অতিরিক্ত একটা সাপর্ট পেল এবং প্রাথমিক অবস্থায় গাছটিকে এই কাঠিটা যে কোন প্রতিকুল আবহাওয়া ঝড় বাতাস থেকে রক্ষা করবে, তেমনি...

যখন বিবাহ রেজিস্ট্রি সহ পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ, মালা বদল, সাত পাক, শাঁখা সিঁদুর ইত্যাদি কাজ সম্পন্ন করে  মন্দিরে বিবাহ করবেন। যাবতীয় প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করবেন এবং অতিরিক্ত সাপর্ট হিসাবে কোর্ট ম্যরেজ করবেন তখন আপনার এই বিবাহ প্রাথমিক অবস্থায় যে কোন ঝামেলা, মামলা ঝামলা থেকে রক্ষা করবে।  

অন্য দিকে যদি আপনি শুধু কোর্ট ম্যারেজ করেন তাহলে খালি জায়গায় একটা কাঠি লাগানোর মত অবস্থা হবে। কাঠি ঠিক থাকবে কিন্তু গাছটাই তো নেই!!

সূতারাং রেজিস্ট্রি করে কোর্ট ম্যরেজ কারাটা নিরপদ।

কোন প্রাপ্ত বয়স্ক ( ছেলে ২১, মেয়ে ১৮)  ছেলে মেয়ে বিয়ের ব্যাপারে যে কন সিদ্ধান্ত নিতে পারে, এটা তাদের আইনি অধিকার।

সূতারাং কোন প্রাপ্ত বয়স্ক ( ছেলে ২১, মেয়ে ১৮)  ছেলে মেয়ে যদি  বিবাহ রেজিস্ট্রি সহ পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ, মালা বদল, সাত পাক, শাঁখা সিঁদুর ইত্যাদি কাজ সম্পন্ন করে  মন্দিরে বিবাহ করে, তার পর কোর্ট ম্যারেজ করে, তাহলে এই বিবাহ ১০০% সর্বদা গ্রহন যোগ্য হয়।

এমন কি ৩য় কোন পক্ষ এ বিষয়ে মামলা ঝামলা করে কোন প্রকার ঝামেলা করতে পারে না, কারন এই বিবাহ সমাজ ধর্ম তথা রাষ্ট, আইন সব জায়গায় বৈধ।

হিন্দু কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে/ হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন  করতে কি কি  লাগে

১। চার জন প্রাপ্ত বয়স্ক সাক্ষি। (মুসলিমদের ক্ষেত্রে দুই জন)

২।

তিন কপি ছবি। (ছেলে মেয়ে উভয়ের)

৩। এন আই ডি/ এস এস সি, এইচ এস সি সনদ/ জন্ম সনদ। (ছেলে মেয়ে উভয়ের)

এ খাক্ষত্রে অবশ্যই প্রোয়োজনীয় কাগজ পত্রগুলা সংগ্রহ করতে হবে।


হিন্দু ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশ

হিন্দু ম্যারেজ সার্টিফিকেট

হিন্দু ম্যারেজ সার্টিফিকেট

















হিন্দু ম্যারেজ সার্টিফিকেট



কোর্ট ম্যারেজ ফরম ঢাকা বাংলাদেশ

কোর্ট ম্যারেজ সম্পর্কে সাধারণ মানুষের না  জানা থাকার কারণে মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করে। 

প্রথম কথা হলো আইনের দৃষ্টিতে কোর্ট ম্যারেজ এর ভেলু খুব কম, শুধু কোর্ট ম্যরেজ কে বিয়ে বলা যায় না। কোর্ট ম্যারেজ হল বিবাহের চুক্তি মাত্র, তবে কোর্ট ম্যারেজের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রি করলে কোর্ট ম্যারেজ অতিরিক্ত সাপোর্ট হিসাবে কাজ করে। বিস্তারিত জানতে ক্লিক করেন কোর্ট ম্যারেজ

কোর্ট ম্যারেজ ফরম
কোর্ট ম্যারেজ ফরম

আমাদের সাজেশন শুধু কোর্ট ম্যারেজ করবেন না, পাশাপাশি রেজিস্ট্রি করে নেবেন, অন্যথায় বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হবে। 

কোর্ট ম্যারেজ ফরম

কোর্ট ম্যারেজ ফরম বলতে কিছু নেই, তবে কোর্ট ম্যারেজের জন্য যে চুক্তিনামা লেখা হয় তার

একটা ফরমেট আছে, ফরমেট নিন্মে দেওয়া হল। 


 wemwgjøvwni ivngvwbi ivwng
MYcÖRvZš¿x evsjv‡`k miKvi

eivei, †bvUvix cvewjK Gi Kvh©vjq, XvKv, evsjv‡`k|

weev‡ni njd bvgv

Avgiv 1) ÒকÓ, Rb¥ ZvwiL: 01/0১/২০০০Bs, wcZv: অ, gvZv: আ, wVKvbv: evmv/‡nvwìs: 13১৪/২, ই, WvKNi: ই-12৬০,উ, XvKv ঊ, XvKv, ag©-Bmjvg, RvZxqZv-evsjv‡`kx, RvZxq cwiPq cÎ bs-.........223৮১০|

Ges

2)  ÒখÓ, Rb¥ ZvwiL: 08/02/২০০০Bs, wcZv: KvRx †gvt........, gvZv: মোছাঃ  ...., wVKvbv: evmv/‡nvwìs: ৫২, †ivW bs-১, ...., ....., WvKNi: হঘঘগ-1১36, XvKv, †ckv: PvKzix, ag©-Bmjvg, RvZxqZv-evsjv‡`kx, RvZxq cwiPq cÎ bs-.....542844|

 Avgiv njdKvixØq cÖwZÁv c~e©K njd Kwiqv ewj‡ZwQ †h,।

   1) Avgiv Df‡q Rb¥m~‡Î evsjv‡`kx ¯’vqx evwm›`v I bvMwiK e‡U| evsjv‡`‡ki AvB‡bi cÖwZ kÖ×vkxj nB‡ZwQ|

   2) Avgiv njdKvixØq Df‡q eZ©gvb I fwel¨r fvj-g›` eywSevi Dc‡hvMx Ávb m¤úbœ e‡U|

   3) Avgiv Df‡q cÖvß eq¯‹/eq¯‹v weavq wb‡R‡`i Kj¨vbv‡_© †h †Kvb AvBbMZ mwVK wm×všÍ MÖn‡Y mÿg|

   4) ‡h‡nZz Avgiv cÖvq `xN©w`b hver G‡K Aci‡K fvjfv‡e wPwb I ˆbwZK ¸bvejx m¤ú‡K© Rvwb| Avgv‡`i GB †Pbv Rvbvi d‡j GK‡Î K_v-evZ©v, AvPvi-e¨envi Ges mr ¸bvejx‡Z gy» nBqv G‡K Aci‡K Mfxifv‡e fvjevwmqv †dwj| ZvB Avgiv njdKvixØq †hŠ_fv‡e Avgv‡`i GB cweÎ fvjevmv‡K ¯’vqx iƒc w`‡Z Avgv‡`i G‡K Aci‡K weev‡ni cÖ¯Íve Kwi‡j Avgiv D³ cÖ¯Ív‡e ivwR nBqv m¤§Z nBqv  weevn e܇b Ave× nBevi wm×všÍ MÖnY Kwi|

  5) Avgiv Df‡qB Av‡iv †Nvlbv Kwi‡ZwQ †h, Avgv‡`i wm×v‡šÍi cwi‡cÖwÿ‡Z Bmjvgx kiv-kwiqZ †gvZv‡eK ০০,00,000/- (cuvP jÿ) UvKv †`b †gvnivbv av‡h© A`¨ †bvUvix cvewjK Gi Kvhv©jq, XvKvi m¤§~‡L weev‡ni njdbvgv m¤úv`b Kwijvg| 

cvZv bs-02

  6) Avgiv njdKvixØq A`¨ nB‡Z ci¯úi AvBbMZfv‡e me©Î, me©¯’‡j ¯^vgx-¯¿x wnmv‡e cwiwPZ I cwiMwYZ nBjvg Ges AvRxeb Ni msmvi I `v¤úZ¨ Rxeb hvcb Kwie Ges G‡K Ac‡ii `vwqZ¡ I KZ©e¨ AvšÍwiKZvi mv‡_ cvjb Kwi‡Z m‡Pó _vwKe| Avwg njdKvixwb D³ njdKvix‡K ¯^vgx wnmv‡e MÖnb Kwijvg I Zvnvi Av‡`k-wb‡la gvwbqv Pwje Ges Avwg njdKvix njdKvixwb‡K ¯¿x wnmv‡e MÖnb Kwijvg| Zvnvi gh©v`v I †Lvi‡cvl f`ªvwPZfv‡e wbqwgZ cÖ`vb Kwie|

    7) Avgiv 1bs njdKvixwb I 2bs njdKvix Av‡iv †Nvlbv Kwi‡ZwQ †h, Avgv‡`i GB weev‡ni e¨cv‡i Avgv‡`i gvZv-wcZv wKsev †Kvb AvZ¥xq-¯^Rb †Kvb cÖKvi evav cÖ`vb Kwi‡j Zvnv AvBbZ evwZj I AMÖvn¨ ewjqv Mb¨ nB‡e| A`¨ nB‡Z Avgiv Df‡qB ¯^vgx-¯¿x wnmv‡e cwiwPZ nBjvg Ges AvRxeb G‡K A‡b¨i myL-`yt‡Li mv_x nBqv _vwKe|

    8) Avgv‡`i weevn KvRx Øviv †iwRwóª Kwiqv jBe|

¯^vÿxM‡Yi bvg, wVKvbv I ¯^vÿi:

১|

 

 

 

২|

 
Dc‡iv³ eY©bv Avgv‡`i Ávb wek¦vm g‡Z m¤ú~Y© mZ¨ Ges Avgiv A`¨‡ivR gvbbxq †bvUvix cvewjK Gi Kvh©vjq, XvKvq nvwRi nBqv AÎ njd bvgvq wbR wbR bvg mwn m¤úv`b Kwijvg| BwZ, Zvs-

 

1|

 

2|

 

 


njdKvix؇qi ¯^vÿi

njdKvixØq AÎ weev‡ni njd bvgvq Zvnv‡`i wbR wbR bvg mwn Kwi‡j AvwgI Zvnv‡`i‡K mbv³ Kwijvg|

       G¨vW‡fv‡KU




কোর্ট ম্যারেজ ফরম
কোর্ট ম্যারেজ ফরম