সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

কোর্ট ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশ

 কোর্ট ম্যারেজ সার্টিফিকেট সম্পর্কে জানার আগে বুঝুন কোর্ট ম্যারেজ কি?

কোর্ট ম্যারেজ বলতে আইনে কিছু নেই, যা আছে তা হল বিবাহের চুক্তি। 

নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই চুক্তি লেখা হয় এবং উক্ত চুক্তি পত্র একজন এডভোকেট দ্বারা চিহ্নিত করেত হয়। এর পর একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করে সরকারি সিল স্বাক্ষর দিতে হয়। 

অর্থাৎ কোর্ট ম্যারেজ সার্টিফিকেট বলতে আমরা  স্ট্যাম্পে লিখিত বিবাহের চুক্তি কে বুঝে থাকি। উক্ত চুক্তি পত্রে  নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বাক্ষর থাকে এবং একজন এডভোকেট দ্বারা চিহ্নিত করা হয়। 

ইহা পূর্ণাঙ্গ বিবাহ নয়, সূতরাং কোর্ট ম্যারেজের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রি করে নেবেন। আমাদের এখানে একই সময়ে কোর্ট ম্যারেজের পাশাপাশি কাজি রেজিস্ট্রি ব্যাবস্থা ব্যাবস্থা আছে। বিস্তারিত জানতে ক্লিক করেন কোর্ট ম্যারেজ

কোর্ট ম্যারেজ এর নমুনা কপি

কোর্ট ম্যারেজ সার্টিফিকেট
কোর্ট ম্যারেজ সার্টিফিকেট  বাংলাদেশ


কোর্ট ম্যারেজ সার্টিফিকেট
কোর্ট ম্যারেজ সার্টিফিকেট 2য় পেজ


Contract  Us
Phone     : 01515-615786
Mail       : focuse.unique60@gmail.com




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন