বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

divorce lawyer in dhaka -divorce process.

 divorce lawyer in dhaka -divorce process. 

court marriage in dhaka
court marriage in dhaka



তালাক/divorce বিষয়ে A-Z বিস্তারিত আলোচনা করেছেন Adv. Mohammad Alli Hasan, divorce lawyer Dhaka judge court. Contact us: 01515-615786

তালাক কি/ What is divorce?

স্বামী এবং স্ত্রীর মধ্যে যে দাম্পত্য সম্পর্ক রয়েছে বা যে  বিবাহ  বন্ধন রয়েছে সেই বিবাহ বন্ধন থেকে বিচ্ছেদের রূপান্তরিত করার যে পদ্ধতিতে  সেই  পদ্ধতিকে মুসলিম আইনে তালাক/divorce বলা হয়ে থাকে

তালাক কি ভাবে দেয় /How to do divorce:

১।তালাকের নোটিশ প্রদান

২। সালিস এর উদ্যোগগ্রহণ

৩। ৯০ দিন অতিবাহিত হবার পরে তালাক এর সার্টিফিকেট গ্রহণ। 


আপনি যাকে তালাক প্রদান করছেন তেকে লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। 

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র বরাবর একটি নোটিশ প্রদান করতে হবে।

সেই নোটিশের একটি কপি অপরপক্ষকে আপনি যাকে তালাক প্রদান করছেন তার কাছে  একটি কপি পৌঁছাতে হবে সম্পর্ণ কার্যক্রম একজন Divorce lowyer এর অধীনে হওয়া ভাল, তবে বাধ্যতামূলক নয়। 

এক্ষেত্রে  চেয়ারম্যানেরসিটি কর্পোরেশন মেয়র কাছে  যে তারিখে নোটিশ পৌঁছাবে সেই তারিখ হতে 90 দিন পর তা কার্যকর হবে

যদি এই  90 দিনের মধ্যে সালিশী পরিষদ গঠন করে  সমঝোতা করা হয় তাহলে তালাকের কার্যক্রম ব্যহত হবে।

তবে নোটিশ পাওয়ার  90 দিনের মধ্যে কোনো উদ্যোগ না নিলে এমনকি ৯০ দিন পর  সম্পর্ক ফেরনোর চেষ্টা করলেও তালাক কার্যকর বলে গণ্য করা হবে

বিশেষ আইনে বলা আছে

 স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে গর্ভকালীন সময় শেষ হওয়ার পরে উক্ত তালাক / divorce কার্যকর হবে

যে পক্ষই তালাক প্রদান করুক না কেনইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পৌঁছানোর সময় থেকে 90 দিন সময় অতিবাহিত হয়ে গেলে বা গর্ভকালীন সময় ধরে 90 দিন সময় যখন পার হয়ে যাবেসেই সময় পর থেকে তালাক কার্যকর হয়ে যাবে এবং এই সময়ের পরে তালাক কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে  তালাক নিবন্ধন করতে হবেআইনত তালাক নিবন্ধন করা বাধ্যতামূলক।

স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্ক যদি এমন পর্যায় পৌঁছয় যেএকসঙ্গে থাকা তাঁদের একজন বা দুজনের পক্ষেই সম্ভব হয় নাসেক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট উপায়ে বিবাহ-বিচ্ছেদ ঘটানো যেতে পারে

তালাক কত প্রকার? / kinds of divorce in bangladesh

১। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানে

২। স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক প্রদানে

৩। পারস্পরিক সম্মতির ভিত্তিতে তালাক  প্রদানে  (খোলা তালাক বা মোবারক তালাক বলা হয়ে থাকে)

৪। আদালতের মাধ্যমে তালাক (divorce)  প্রদান

 এই চারটি পদ্ধতি বাংলাদেশের মুসলিম আইনে দেখা যায়।

 যেতে পারে। সব  ক্ষেত্রে  আইনজিবী বাধ্যতামূলক নয়।