আজকের আলোচনার বিষয়: "কোর্ট ম্যারেজ/ court marriage"
court marriage in dhaka _judge court area kazi office |
#কোর্ট ম্যারেজ / #Court marriage কি?
# কোথায় করব?
# কোর্ট ম্যারেজের নিয়ম, কিভাবে করতে হয়?
# কোর্ট ম্যারেজের নিয়ম, কিভাবে করতে হয়?
# নূন্যতম বয়স কত লাগেবে?
# কত টাকা খরচ হবে?
# কি কি কাগজপত্র লাগবে?
#কোর্ট ম্যারেজ এর নমুনা কপি ফরম হলফনামা
# হিন্দু কোর্ট ম্যারেজ কিভাবে করতে হয়?
# সুবিধা # অসুবিধা
এই পোষ্টা পড়লে আশা করি কোর্ট ম্যারেজ/court
marriage নিয়ে
আপনার আর কোন প্রকার প্রশ্ন থাকবে না।
কোর্ট ম্যারেজ জানার আগে আমরা জানব হলফনামা বা অঙ্গীকারপত্র সম্পর্কে
“অঙ্গীকারপত্র বলতে এমন দলিলকে বুঝায়, যাতে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো নির্দিষ্ট অঙ্গীকার প্রদান করে”
Court marriage কি?
কোন প্রাপ্ত বয়স্ক যুবক-যুবতি স্বামী-স্ত্রী হিসাবে একত্রে বসবাস করার জন্য, আইনজীবীর মাধ্যমে শনাক্ত করা এবং নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়ন করা, হলফনামায় অঙ্গীকারবদ্ধ হওয়াকে কোর্ট ম্যারেজ বলে। এই নিয়ম সকল ধর্মাবলম্বীদের জন্য একই ।
কোর্ট ম্যারেজের নিয়ম, কিভাবে করতে হয়
দুইশত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিকের কার্যালয়ে (court) কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ে (court-এ) গিয়ে হলফনামা করতে হয়।
দুইশত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিকের কার্যালয়ে (court) কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ে (court-এ) গিয়ে হলফনামা করতে হয়।
কোথায় গিয়ে করবেন?
অনেকে এ বিষয়ে না জানায় বুঝেই উঠতে পারেন না, কোথায় গিয়ে কোর্ট ম্যারেজ করবেন। যেহেতু একজন আইনজিবী, নোটারি পাবলিকের কার্যালয়ে, প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের কার্যালয় এর ব্যাপার আছে সুতারাং আপনি কোর্টে গেলে সব একই জাগায় পেয়ে যাবেন।
অনেকে বলে থাকেন এর কোন আইনগত ভিত্তি নেই!!
তাছারা আমাদের সমাজে court marriage বললেই এর উপর কেউ আঙ্গুল তুলতে ভয় পায়। সুতারাং এই কোর্ট ম্যারেজ / হলফ নামাই বিয়ের পর যে কোন আইনি ঝামেলাইয় রক্ষা কবজ হিসাবে কাজ করে, (ছেলে বা মেয়ে পক্ষের মিথ্যা মামলা থেকে রক্ষা, সম্পর্ক টিকায় রাখা ইত্যাদি) তবে মনে রাখতে হবে বিবাহ রেজিষ্ট্রী করা বাদ্ধ্যতামুলক।
court marriage holopnama page-2 |
কোর্ট ম্যারেজ ফরম হলফনামা
Court marriage cost in Bangladesh / মুসলিম রেজিস্ট্রেশন সহ কোর্ট ম্যারেজ খরচ
(বি. দ্র. হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের বিবাহ খরচ নমুনা কপি সহ নিচে আলোচনা করা হয়েছে)
২০০৯-এর ২১ বিধি অনুযায়ী,
কাবিন নামায় ৪ লাক্ষ টাকা পর্যন্ত প্রতি হাজারে ১২.৫০ টাকা (লাখে ১২৫০ টাকা), এবং পরবর্তি প্রতি লাখ বা তার অংশ বিষেশের জন্য ১০০ টাকা প্রদান করতে হবে।
সাথে কাজি সাহেব রেজিঃ ফি +যাতায়াত খরচ+কমিশন+শরা পরানো বাবদ টাকা চাইতে পারেন। (আমরা ১২.৫০ টাকার বেশি নেই না, আমাদের সম্পর্কে জানুন (Click Here)
এবার আপনি ভাবুন আপনি কত টাকা কাবিন করবেন আর আপনার খরচ কত হবে?
মনে করেন আপনি কাবিন করবেন ৬ লক্ষ টাকা, তাহলে আপনার কাবিন খরচ হবে, প্রথম চার লক্ষ টাকায় (১২৫০*৪) ৫০০০ টাকা, এবং পর বর্তি দুই লাখে (১০০*২) ২০০ টাকা। মোট কাবিন খরচ (৫০০০+২০০) ৫২০০ টাকা। তাহলে আপনার কাজি অফিসের কাজ শেষ (৫০০০+২০০) ৫২০০ টাকায়।
বি. দ্র. হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এই হিসাব প্রযোজ্য নয়।
এবার আসুন কোর্ট ম্যারেজ ফি ৩০০০ টাকা (উকিল, নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের ফি, স্টাম্প সহ) তবে অনেক সময় এটা কিছু কম বেশি হয়ে থাকে।
তাহলে আপনার ৬ লক্ষ টাকা কাবিন নামা এবং কোর্ট ম্যারেজ করতে মোট খরচ হবে (৫২০০+৩০০০) ৮২০০ টাকা।
বি. দ্র. হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য কাবিন নামা থাকে না, নিচে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
আমাদের ফেইজবুক পেজ ম্যাসেজ করুন Click Here
রেজিস্ট্রেশন এবং কোর্ট ম্যারেজন করতে কি কি লাগে? paper requirement for court marriage
১। দুই জন প্রাপ্ত বয়স্ক পুরুষ সাক্ষি। (হিন্দুদের ক্ষেত্রে চার জন)
২। দুই কপি ছবি। (ছেলে মেয়ে উভয়ের)
৩। এন আই ডি/ এস এস সি, এইচ এস সি সনদ/ জন্ম সনদ। (ছেলে মেয়ে উভয়ের)
কোর্ট ম্যারেজ করতে বয়স কত লাগে?
বয়স অবশ্যই আঠারো (মেয়ে) ও একুশ (ছেলে) হতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে বয়সের শিথিলতা রয়েছে।বি. দ্র. সকল ধর্মাবলম্বীদের জন্য একই নিয়ম।
সতর্কতাঃ
অনেক সময় court-এর বাইরে কোথাও কাজ করলে, ভুয়া উকিলের সিল/সই ব্যবহার করা হয় ফলে পরবর্তী সময়ে বিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
যেহেতু court marriage করতে চাচ্ছেন সেহেতু আপনার নোটারি পাব্লিক এবং উকিল ( advocate) দরকার আছে সুতারাং Court marriage in dhaka court area kazi office আপনার জন্য সঠিক সমাধান দিতে পারবে।
বি. দ্র. সকল ধর্মাবলম্বীদের জন্য একই নিয়ম।
কোর্ট ম্যারেজ নমুনা |
(আমাদের নিজেস্ব উকিল কাজি এবং হিন্দু সহ সকল ধর্মবলম্বীদের জন্য বিবাহ রেজিষ্টার আছে) সুতারাং we are the best service provider for court marriage in dhaka,
আমাদের উকিলের সাথে যোগাযোগ বলতে Click Heare
হিন্দু কোর্ট ম্যারেজ কিভাবে করতে হয়?
হিন্দু ,বদ্ধ, খ্রিস্টান সবাই করতে পারবে, এর পর অবশ্যই নিজ নিজ ধর্ম মোতাবেক, আইন প্রথা মেনেই বিয়ে সম্পন্ন করতে হবে। উল্লেখ্য যে, এখন হিন্দু ,বদ্ধ, খ্রিস্টান সব বিয়েতে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
হিন্দুদের জন্য নিয়ম
একশত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিকের কার্যালয়ে (court) কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ে (court-এ) গিয়ে হলফনামা করতে হয়।
বি. দ্র. সকল ধর্মাবলম্বীদের জন্য একই নিয়ম।
রেজিস্ট্রেশন ছাড়া শুধু হলফনামা, কোর্ট ম্যারেজ পূর্ণাঙ্গ বিবাহ না, সুতারাং আমরা শুধু কোর্ট ম্যারেজ করায় না, আমাদের হিন্দু বিবাহ রেজিস্টারও আছে, ...
হিন্ধু বিবাহ নিয়মানুসারে মালা বদল এবং মন্দিরের পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ সহ হিন্দু আইন মেনে মন্দিরের যাবতীয় কাজ সম্পুর্ন করে বিবাহ করা হয়।
এর পর রেজিস্ট্রেশন এবং কোর্ট ম্যরেজের কাজ সম্পূর্ণ করা হয়।
কোর্ট ম্যারেজ এর নমুনা কপি |
ভিন্ন ধর্মের ছেলে মেয়েদের মদ্ধে কোর্ট
ম্যারেজ করা যায়?
আমাদের দেশের আইন অনুযায়ীই এক জন মুসলিম ভিন্ন ধর্মের কোনো ছেলে মেয়েকে বিবাহ করতে পারে।
অবশ্যই ভিন্ন ধর্মের ছেলে মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এক্ষেত্রে ধর্মান্তর হওয়ার জন্য একটা এবং বিবাহের জন্য একটা হলফনামা করতে হয়।
কোর্ট ম্যারেজের সুবিধাঃ
কোন প্রাপ্ত বয়স্ক যুবক-যুবতি ছেলে-মেয়ে তাদের ভালবাসাকে বাস্তবে রুপ দিতে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে একে অপরকে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। প্রাপ্ত বয়স্ক যুবক-যুবতি এ ধরণের সিদ্ধান্ত নিতে পারে, এটা তাদের আইনগত অধিকার।
কিন্তু কিছু সময় দেখা যায় বিয়ের পর মেয়ের বাবা ক্ষেপে গিয়ে ছেলের বিরুদ্ধে মামলা করে। এসময় কোর্ট ম্যারেজ/court marriage আইনি ঝামেলার রক্ষা কবজ হিসাবে কাজ করে, (ছেলে বা মেয়ে পক্ষের মিথ্যা মামলা থেকে রক্ষা, সম্পর্ক টিকায় রাখা ইত্যাদি) তবে মনে রাখতে হবে বিবাহ রেজিষ্ট্রী করা বাদ্ধ্যতামুলক।
তাছারা আমাদের সমাজে court marriage বললেই এর উপর কেউ আঙ্গুল তুলতে ভয় পায়। তাই মেয়ের বাবা প্রথম ধাপেই হয়ত ভয় পেয়ে মামলা না করার সিদ্ধান্ত নিতে পারে।
কোর্ট ম্যারেজের অসুবিধাঃ
আপনার ভালবাসাকে বাস্তবে রুপ দিতে বাবা মায়ের বিরুদ্ধে, নিজের সিদ্ধান্তে
বিবাহ করতেছেন। কিন্তু আপনি কি একবার ভাবছেন যে বাবা-মা আপনাকে আদর যত্নে এত বড় করেছে তাদের ভালোবাসা কি এতই তুচ্ছ? তাদের মতের কোন মুল্য নেই আপনার কাছে? মনে রাখবেন কোন বাবা মা তাদের সন্তানের খারাপ চান না।
বিবাহ করতেছেন। কিন্তু আপনি কি একবার ভাবছেন যে বাবা-মা আপনাকে আদর যত্নে এত বড় করেছে তাদের ভালোবাসা কি এতই তুচ্ছ? তাদের মতের কোন মুল্য নেই আপনার কাছে? মনে রাখবেন কোন বাবা মা তাদের সন্তানের খারাপ চান না।
আরও জানতে যোগযোগঃ
Phone: 01515-615786
Mail: focuse.unique60@gmail.com